বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ১২:০২ এএম

পৃথিবীর দিকে প্রবল গতিতে এগিয়ে আসছে ১ হাজার ১৭ ফুটের একটি গ্রহাণু। তিন হাজার ৫১ হাত আকৃতির এই গ্রহাণুটি বুধবার বাংলাদেশ সময় দুপুর পৌনে একটায় পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই গ্রহাণুটিকে চিহ্নিত করতে নাম দেয়া হয়েছে অ্যাস্টেরয়েড ৪৪১৯৮৭ (২০১০ এনওয়াই৬৫)। নাসা বলছে, বিশাল এই উল্কাখন্ড পৃথিবী থেকে ২.৩ মিলিয়ন মাইল দূর দিয়ে যাবে। স্বাভাবিকভাবে এই দূরত্ব অনেক বেশি মনে হলেও মহাকাশ বিজ্ঞানীরা একে ‘সম্ভাব্য বিপজ্জনক’ বলে থাকেন। নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীর ৪.৬৫ মিলিয়ন দূরত্বের ভেতরে থাকা যেকোনো গ্রহাণু বিপদের কারণ হতে পারে। এই গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ২৮ হাজার মাইল অতিক্রম করে পৃথিবীর দিকে আসছে। ২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিনস্ক শহরের আকাশে যে উল্কাপাত হয় এটি তার চেয়ে ১৫ গুণ বড়! ওই ঘটনায় শহরটির অনেক জানালা গুড়িয়ে যাওয়ার পাশাপাশি ১ হাজারের বেশি মানুষ আহত হন। এই গ্রহাণুর কারণে পৃথিবীর কোনো ক্ষতি হতে পারে কি না, সে বিষয়ে বিজ্ঞানীরা কোনো তথ্য দেননি। শুধু বলেছেন, ভবিষ্যতে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
হাসান ২১ জুন, ২০২০, ২:৩৪ এএম says : 0
এটা নাসা, মহাকাশ গবেষনা সংস্থা ও সকল সাধারন মানুষ ও নাস্তিকদের জন্য বিরাট সতর্ক সংকেত যে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা চাইলে মুহুর্তের মধ্য আমেরিকা ও রাশিয়া ও যে কোন নাস্তিক ও নাফরমান শক্তিকে মূহুর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দিতে পারেন যারা তাদের শক্তি ও কৌশলের বড়াই করে থাকে| আর নাস্তিক ও নাফরমান গোষ্টিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সকল আযাব ও পানিশমেন্টর ঘটনাগুলিকে প্রকৃতিক দূর্যোগ বলে চালিয়ে দিয়ে নিজেদের ও তাদের অন্ধ ভক্ত ও অনুসারীদের মিথ্যা প্রবোধ দিয়ে থাকে| এবং এ সকল কিছুই যে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আযাব ও পানিশমেন্ট এ বিষয়টি কৌশলে ধমাচাপা দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে | অথচ আল্লাহ সুবহানাহু তায়ালার আদেশকে আদেশ জানা এবং নিষেধকে নিষেধ জানা ও উহা যথাযথভাবে মেনে চলার মধ্যেই রেহাই পাওয়া নিহিত ছিল|
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন