বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মতলব মেঘনা নদীতে অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে বিক্ষোভ

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ৮:২৯ পিএম

মতলব মেঘনা নদীতে অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে বিক্ষোভ


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন এর মেঘনা নদীতে বালু কাটার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
প্রতিবাদ সভায় নদী সিকস্তি এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
শনিবার (২০ জুন) বিকেলে জহিরাবাদ ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কবিরাজ।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি গোলাম রাব্বানী পাপ্পু। উপজেলা যুবলীগ নেতা তাহসিন আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা মোশারফ হোসেন মন্টু, আওয়ামী লীগ নেতা নিয়াজ মোর্শেদ বাবু, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গাজী গোলাম মোস্তফা, ফরাজী কান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, ঢাকা মহানগর ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ মাল, জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিপন মল্লিক, ফরাজী কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সদস্য জাফর মল্লিক, যুবলীগ নেতা আকতার সরকার, ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আল-আমিন দেওয়ান, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হানিফ গাজী, সাধারণ সম্পাদক ছিঠু দেওয়ান, ৪ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিল্লাল গাজী প্রমুখ।
বক্তারা মেঘনা নদীতে অবৈধভাবে একটি কুচক্রী মহল বালু উত্তোলনের চেষ্টা করছে এবং বিগত দিনে বালু কেটেছে তার প্রতিবাদ জানিয়েছেন। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল বালু কাটা বন্ধ ও লীজ প্রদান বন্ধ চেয়ে ডিউ লেটার প্রদান করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান প্রতিবাদ সভায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন