বুধবার, ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪২৯, ১০ যিলক্বদ ১৪৪৪ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গণকবর থেকে ১৯০ লাশ উদ্ধার লিবিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ১২:০১ এএম

আফ্রিকার দেশ লিবিয়ার তারহুনা অঞ্চলে গেল বৃহস্পতিবার ৮টি ও শুক্রবার ৩টিসহ মোট ১১টি গণকবরের সন্ধান পায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। বিভিন্ন গণকবর, হাসপাতাল মর্গ ও কূপ থেকে শনিবার পর্যন্ত ১৯০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর আনাদোলু এজেন্সির। গেল ৫ জুন তারহুনার হাসপাতাল মর্গে নারী ও শিশুসহ ১০৬ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের অধিকাংশের শরীরেই নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। আর একটি হাসপাতাল থেকে ৩৭ জনের মরহেদ উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৪ জনের লাশ সনাক্ত করা সম্ভব হয়। এ ছাড়া কোয়াসর বিন ঘাশির এলাকায় আরো ১৫টি লাশপাওয়া যায়। সেনাবাহিনীর মতে যাদেরকে যুদ্ধবাজ হাফতার বাহিনী কিডন্যাপ করে এবং পরবর্তীতে হত্যা করে। ৬ জুন দক্ষিণ ত্রিপোলি থেকে আরো ১৪টি লাশ উদ্ধার করা হয়। ৮ থেকে ১০ জুনের মধ্যে তারহুনার বিভিন্ন গণকবর ও কূপ থেকে ১৫টি লাশ উদ্ধার করা হয়। ১১ জুন দেশটির সেনাবাহিনী গণকবর থেকে আরো ৩টি লাশ উদ্ধার করে। রাজধানী ত্রিপোলি থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তারহুনা অঞ্চলটি হাফতার বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। তারা জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারকে উচ্ছেদ করতে যুদ্ধে লিপ্ত ছিল। সম্প্রতি তাদের হটিয়ে ওই অঞ্চলটি দখলে নিয়েছে লিবিয়ার সেনাবাহিনী। এরপর থেকেই বিভিন্ন স্থানে লাশ ও গণকবরের সন্ধান মিলতে শুরু করেছে। আনাদোলু এজেন্সি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন