শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডিএসসিসির পিআরও ওএসডি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ১২:০০ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়কে ওএসডি করা হয়েছে। গত ১৮ জুন এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসনিক কাজের স্বার্থে জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়কে ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা’ (ওএসডি) হিসেবে সচিবের দফতরে সংযুক্ত করা হলো।

ডিএসসিসির সচিব আকরামুজ্জামানের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এর আগে গত ১৬ মে দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব নেয়ার পরদিন করপোরেশনের দুজন শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছিলেন ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস। এ ছাড়া কর্তব্য পালনের অনিয়মের অভিযোগে একাধিক কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Mohammed Shah Alam Khan ২২ জুন, ২০২০, ১০:১২ পিএম says : 0
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বহু বছর ধরে সিটির কর্পোরেশনের কর্মকর্তাদের হাতে জিম্মি হয়ে আছে। এসব দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা যেই মেয়র হয়েছেন তাঁকেই বশীভূত করে দুর্নীতিকে স্থায়ীভাবে কর্যকর করে রেখেছিল। এটা মেয়র তাপস বুঝতে পেরে সেভাবেই অগ্রসর হচ্ছেন সেটা স্পষ্টই দেখতে পাচ্ছি। তাপসের বাবা মণি ভাই ছিলেন আমাদের চোখের মণি, তিনি ছিলেন যুব লীগের প্রতিষ্ঠাতা তিনি যখন যে কাজটা হাতে নিতেন সেটাকে সঠিক ভাবে বাস্তবায়ন করেই তিনি ছাড়তেন। তারই ছেলে তাপস আজ বাবার মত করে দেশের সেবায় মনোযোগ দিয়েছেন সেটা দেখে বহুদিন পর আত্মতৃপ্তি লাগছে। মেয়র তাপস সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সিটি কর্পোরেশনকে দুর্নীতি মুক্ত করার প্রচেষ্টায় লিপ্ত এটাই আমাকে আনন্দিত করছে। আল্লাহ্‌ মেয়র তাপসকে দেশের মানুষের কল্যাণের জন্যে কাজ করে যাবার ক্ষমতা প্রদান করুন। সাথে সাথে আল্লাহ্‌ তাঁকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ দান করুন। আমিন
Total Reply(0)
Mohammed Shah Alam Khan ২২ জুন, ২০২০, ১০:১২ পিএম says : 0
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বহু বছর ধরে সিটির কর্পোরেশনের কর্মকর্তাদের হাতে জিম্মি হয়ে আছে। এসব দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা যেই মেয়র হয়েছেন তাঁকেই বশীভূত করে দুর্নীতিকে স্থায়ীভাবে কর্যকর করে রেখেছিল। এটা মেয়র তাপস বুঝতে পেরে সেভাবেই অগ্রসর হচ্ছেন সেটা স্পষ্টই দেখতে পাচ্ছি। তাপসের বাবা মণি ভাই ছিলেন আমাদের চোখের মণি, তিনি ছিলেন যুব লীগের প্রতিষ্ঠাতা তিনি যখন যে কাজটা হাতে নিতেন সেটাকে সঠিক ভাবে বাস্তবায়ন করেই তিনি ছাড়তেন। তারই ছেলে তাপস আজ বাবার মত করে দেশের সেবায় মনোযোগ দিয়েছেন সেটা দেখে বহুদিন পর আত্মতৃপ্তি লাগছে। মেয়র তাপস সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সিটি কর্পোরেশনকে দুর্নীতি মুক্ত করার প্রচেষ্টায় লিপ্ত এটাই আমাকে আনন্দিত করছে। আল্লাহ্‌ মেয়র তাপসকে দেশের মানুষের কল্যাণের জন্যে কাজ করে যাবার ক্ষমতা প্রদান করুন। সাথে সাথে আল্লাহ্‌ তাঁকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ দান করুন। আমিন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন