বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সউদি থেকে ফিরেছেন ৩৮৮ বাংলাদেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ১০:৩৫ এএম | আপডেট : ১০:৫৮ এএম, ২২ জুন, ২০২০

বিশেষ ফ্লাইটে সউদি আরব থেকে ৩৮৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে তাদের ফ্লাইটটি হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

করোনাভাইরাসের কারণে আটকে পড়া নাগরিকদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ ওই ফ্লাইটের ব্যবস্থা করে। বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি সউদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে রিয়াদ এবং জেদ্দা থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। রিয়াদ থেকে ঢাকা ফ্লাইটের ইকোনমিক ক্লাসের ভাড়া ধরা হয় ২৮০০ সৌদি রিয়াল, বিজনেস ক্লাসের ভাড়া ৩৮০০ সৌদি রিয়াল। আর জেদ্দা থেকে ঢাকা ফ্লাইটের ইকোনমিক ক্লাসের ভাড়া ধরা হয়েছে ৩০৩০ সৌদি রিয়াল, বিজনেস ক্লাসের ভাড়া ৪০৩০ সৌদি রিয়াল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন