শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজধানীতে বাবার সঙ্গে ঝগড়া করে ছেলের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ১:৩২ পিএম | আপডেট : ২:০৭ পিএম, ২২ জুন, ২০২০

রাজধানীর উত্তরখানে বাবার সঙ্গে ঝগড়া করে সাব্বির (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। রোববার রাতে দক্ষিণখোনের কাচকুড়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সাব্বির বাদল মিয়ার ছেলে। তাদের বাসা উত্তরখান কাচকুড়া বেতুলী এলাকায়।

উত্তরখান থানার এসআই টি এম আল আমিন জানান, সাব্বিরের বাবা বাদল মিয়া একাধিক বিয়ে করেছেন। তার বাবার কাজকর্মের জন্য পরিবারের অশান্তি লেগে ছিল। গতকাল সন্ধ্যাও বাবা ছেলের মধ্যে ঝগড়া হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে তার মা গার্মেন্টস কর্মী ঝর্ণা বেগম বাসায় ফিরে সাব্বিরকে বাঁশের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে। পরে তারা ওড়না কেটে নিচে নামায়। ততক্ষণে সাব্বিরের মৃত্যু হয়েছে। এরপর থেকেই বাদল মিয়া পলাতক রয়েছে।

তিনি আরো জানান, আজ সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হবে। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন