বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মৌলভীবাজারে ৪টি এলাকা রেড জোন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ৩:৩৬ পিএম

মৌলভীবাজার জেলায় করোনার সংক্রমণ হার বিবেচেনা করে কুলাউড়া ও শ্রীমঙ্গলের কিছু এলাকাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনে রেড জোন চিহিৃত করে ২১ দিনের জন্য লকডাউন করা হয়েছে।

এলাকাগুলো হচ্ছে কুলাউড়া পৌরসভার মাগুরা-মনসুর ও বড়মচাল ইউনিয়নের নন্দনগর। অপরদিকে শ্রীমঙ্গল পৌরসভার কালিঘাট সড়কের আধা কিলোমিটার এলাকা রেড জোন চিহিৃত করে লকডাউন করা হয়েছে।

এসব এলাকায় ফার্মেসী ও নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়াও লকডাউন এলাকায় কৃষিপণ্য বহনকারী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। ওই সব এলাকায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির সহায়তায় অতি দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে চাল ও নগদ অর্থ প্রদান করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট উপজেলার ইউএনও।

মৌলভীবাজার জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে সাড়ে ৮শ'। সুস্থ হয়েছেন ৮৯ জন, করোনায় মৃত্যুবরণ করেন ৫ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন