উত্তর : গোনাহ অবশ্যই হয়েছে। অন্য ছেলের সাথে ‘প্রেম’ করছে মানে কি? দৈহিক সম্পর্ক না শুধুই যোগাযোগ? আপনি ধোঁকাবাজি মনে করে তাকে বিয়ে করেননি। আসলে বিষয়টি শরিয়ত সম্মতভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে ধোঁকাবাজ মনে করা ও সম্পর্ক শেষ করে দেয়া একটু বাড়াবাড়িই হয়ে গেছে। কারণ, আপনারা দু’জনই সমান গোনাহ করেছেন। বিয়ে হলে সংশোধন ও একসাথে তওবার সুযোগ ছিল। এখন আর কী করবেন? বর্তমান বিবাহিত জীবন স্বাভাবিকভাবে কাটান আর আগের গোনাহের জন্য সারাজীবন তওবা ইস্তেগফার, দোয়া কান্নাকাটির মধ্যে কাটিয়ে দিন। আর মেয়েটি কোথায় কেমন আছে তা তো আমাদের জানার উপায় নেই। তবে এমন মেয়ের জন্যও ক্ষমা লাভের একই পথ। স্বাভাবিক সংসার করা, আর অনুতপ্ত হৃদয়ে আমরণ তওবা ইস্তেগফার, দোয়া ও কান্নাকাটি করে যাওয়া।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন