শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

অর্থনীতিতে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় আসছে তুরস্ক : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ৯:১৬ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতি সত্ত্বেও তুরস্কের দেশীয় অর্থনীতি খুব দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির দেশের তালিকায় তুরস্ক অন্তর্ভূক্ত হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে। -ডেইলি পাকিস্তান

‘পারস্য ব্যারেজ’ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে এরদোগান বলেন, করোনা সত্ত্বেও চলতি বছরের শুরু থেকেই তুরস্কে প্রবৃদ্ধির হার ছিল ৪.৪ শতাংশ। পরবর্তী সময়েও এটি বাড়তে থাকবে। আমরা শীর্ষ ১০ অর্থনীতির দেশের তালিকায় অন্তর্ভূক্ত হতে যাচ্ছি। লক্ষের খুবই কাছাকাছি পৌঁছেছি আমরা। এরদোগান বলেন , কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ আবারও ৯৩ বিলিয়ন ডলারে বেড়ে দাঁড়িয়েছে এবং এই চূড়ান্ত লক্ষে পৌঁছতে তার দেশের জনগণের পূর্ণ সহযোগিতা রয়েছে ।

এরদোগান আরও বলেন , যখন তার সরকার ক্ষমতায় এসেছেছিলো তখন দেশে ২৭৬ ব্যারেজ ছিলো। কিন্তু আজ আমি উদ্বোধন করছি ৫৮৫ ব্যারেজ। আমরা শহরগুলোতে ব্যারেজ , জলবিদ্যুৎ কেন্দ্র , বিশুদ্ধ পানীয় সুবিধা এবং আধুনিক প্রযুক্তি সরবরাহ করেছি ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
সাদাত সাদি ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৫ এএম says : 0
শুভ কামনা তুরস্কের জন্যে
Total Reply(0)
তুরস্ক এগিয়ে যাবে,, শুভকামনা, ২৮ নভেম্বর, ২০২০, ২:০২ পিএম says : 0
সব দিক দিয়েই এগিয়ে যাচ্ছে,
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন