কানাডীয়া-মার্কিন পপ তারকা জাস্টিন বিবারের বিরুদ্ধে অখ্যাত এক গায়িকা যৌন হেনস্থার অভিযোগ করেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিবার জানিয়েছেন, তিনি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।
২০১৪ সালে জাস্টিন বিবার নাকি ওই গায়িকাকে হোটেলে আমন্ত্রণ জানিয়ে যৌন হেনস্থা করেছেন। আর এমন অভিযোগ প্রকাশ্যে আসার পরই জনপ্রিয় এই গায়কের তুমুল সমালোচনা শুরু হয়ে যায়। এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন বিবার। টুইটারে একের পর এক টুইট করে তিনি ওই মহিলার সমস্ত অভিযোগ খারিজ করে দেন।
জাস্টিন বলেন, এই ধরনের অভিযোগ নিয়ে তিনি কখনো মুখ খুলতে চান না। কিন্তু যৌন হেনস্থার বিষয়টি সম্পূর্ণ আলাদা। সেই কারণে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরই বিষয়টি নিয়ে মুখ খুলবেন বলে মনস্থির করেন। শুধু তাই নয়, এই অভিযোগকে তিনি কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না। সেই কারণে তিনি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন