কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ঢাকা। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, আমরা আরো তথ্য সংগ্রহ করে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে রাষ্ট্রদূত পরিবর্তনের স্বিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে রাষ্ট্রদূত পরিবর্তনের পরে দায়িত্বে না থাকলেও তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করবে রাষ্ট্রীয় সংস্থাগুলো। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্তের আওতায় আনা হবে। তিনি বলেন, আমরা ইতিমধ্যে নতুন রাষ্ট্রদূত ওখানে কে যাবেন সেটা নির্ধারণ করেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন