শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ১১:৩৬ এএম

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান তিনি।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর একে একে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল যে সংগঠন, আজ সেই ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশ স্বাধীন হওয়ার পর থেকে সবচেয়ে বেশি সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দলটিও এখন আওয়ামী লীগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ম নাছিরউদ্দীন শাহ ২৩ জুন, ২০২০, ১২:৫২ পিএম says : 0
হাজার বসরের শ্রেষ্ঠ বাংলা মায়ের গর্ভীত সূর্য সন্তান বাংলাদেশের সব শ্রেণি পেশার মানুষের প্রিয় বিশ্ব বরন‍্য বিশ্বের শোষিত বঞ্চিত অত‍্যাচারিত অধিকার হারা মানুষের কিংবদন্তি আন্দোলন সংগ্রামী মহানায়কের নাম সমগ্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঈমান আকিদা সততা মানবতার মহান আদশ‍্য নিঃস্বার্থ জাতির সেবার শহীদের মর্যাদাবান জাতীয় নেতা। ও সমগ্র পরিবারের সদস্যদের আল্লাহ্ দয়াকরে শহীদি কাফেলার পবিত্রতা সম্মানের মর্যাদাবানদের অধিকারী বানিয়েছিলেন। আমিন। আজ মহান নেতার প্রতি গভীর ফুলেল শ্রদ্ধাঞ্জলি সম্মান জাতীয় নেতৃবৃন্দের অভিনন্দন শুভেচ্ছ সালাম আর সালাম। শতাব্দীর পর শতাব্দী মহান নেতার প্রতি সম্মান শ্রদ্ধা অব‍্যাহত থাকুক। বঙ্গবন্ধুর /নিঃস্বার্থ অতিসাধারণ মানুষ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন