বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উত্তেজনা বাড়তে দেবে না চীন

পরমাণু ইস্যুতে ইউরোপের দ্বিমুখী আচরণের নিন্দা রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১২:০১ এএম

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা ইস্যুতে ইউরোপের স্বাক্ষরকারী দেশগুলোর দ্বিমুখী আচরণের নিন্দা জানিয়েছে রাশিয়া। ইউরোপের দেশগুলো বলছে তারা পরমাণু সমঝোতা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ অথচ আমেরিকা পরমাণু সমঝোতা-বিরোধী যে ধ্বংসাত্মক পদক্ষেপ নিচ্ছে তার প্রতি তার সমর্থন দিয়ে আসছে। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মুখপাত্র মারিয়া জাখারোভা ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের ইরানবিরোধী আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর প্রস্তাবের প্রতি সমর্থন দেয়ার নিন্দা জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ইউরোপের এ তিন দেশ পরমাণু সমঝোতা ইস্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা বাড়িয়ে দেয়ার ক্ষেত্রে ভ‚মিকা পালন করছে। অপরদিকে, পরমাণু সমঝোতা নিয়ে উত্তেজনা আরো বিস্তার লাভ করুক তা চায় না চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সোমবার বেইজিংয়ে সংবাদ ব্রিফিংয়ে একথা বলেছেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র বোর্ড অব গভর্নরসের বৈঠকে সম্প্রতি ইরান-বিরোধী যে প্রস্তাব পাস হয়েছে সে বিষয়ে চীনা মুখপাত্র এ মন্তব্য করলেন। লিজিয়ান বলেন, “আইএএএ’র বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ কর্মকান্ড সমর্থন করে চীন কিন্তু বেইজিং চায় না ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক অবস্থান গ্রহণ করুক আইএইএ। আমরা আইএইএ'র কর্মকান্ডকে রাজনীতিকীকরণের বিপক্ষে।” চীনা মুখপাত্র আরো বলেন, আইএইএ'র সঙ্গে সহযোগিতা করার ব্যাপারে ইরান সবসময় তার প্রস্তুতির কথা বলে এসেছে এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। এই অবস্থায় কৃত্রিমভাবে উত্তেজনা বাড়ার বিরোধী চীন। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন