বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মতলবে অফিস সহায়কের ১দিনের ব্যবধানে হিসাবরক্ষণ অফিসারের মৃত্যু

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ৯:৪৮ এএম

হিসাবরক্ষণ অফিসার


চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা হিসারক্ষক অফিসের আব্দুল বারেক বকাউল (৫৫) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। বুধবার রাত তিনটার সময় ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মতলব দক্ষিণ হিসারক্ষক অফিসের অফিস সহায়কের মৃত্যুর একদিন পর করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তার মৃত্যু হলো। তিনি মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার হিসাবরক্ষণ অফিসারের দায়িত্বে ছিলেন। তাঁর বাড়ি মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামে। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে , বারেক বকাউল কয়েকদিন ধরে করোনা ভাইরাসের নানা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন রাত ১১টায় চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করেন।
পরে পরিবারের লোকজন ওই রোগী নিয়ে এ্যাম্বুলেন্সে করে ঢাকা রওনা হলে রাত ৩ টায় পথিমধ্য তাঁর মৃত্যু হয়।
এদিকে গত ২২ জুন একই অফিসের কর্মচারী( অফিস সহায়ক) রেদওয়ানুল কবির(৩৬) করোনা উপসর্গ নিয়ে মারা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফনের প্রস্তুতি চলছে। তিনি মতলব উত্তর উপজেলারও হিসাবরক্ষণ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন