শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভারত বাংলাদেশ নাগরিকদের হত্যা করতে দ্বিধা করছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১:১৫ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবদুল জলিল (২৬) নামের এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। আজ এক বিবৃতিতে তিনি বলেন, সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দরের অদূরে আবদুল জলিলকে বিনা কারণে হত্যা করে বিএসএফ।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ভারত নানা অযুহাতে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বাংলাদেশের নাগরিককে একের পর এক হত্যা করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের দুর্বল পররাষ্ট্র নীতির ফলে ভারত বার বার বাংলাদেশিদের হত্যা করার সাহস পাচ্ছে। এর আগেও অসংখ্য বাংলাদেশি নাগরিককে হত্যা করে ভারতের বিএসএফ। তিনি অবিলম্বে সীমান্তে হত্যাযজ্ঞ বন্ধে বাংলাদেশ সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Kowaj Ali khan ২৭ জুন, ২০২০, ১:৫৭ এএম says : 0
ভারত যদি বাংলাদেশের একজন নাগরিক হত্যা করে আমি ভারতের ৯৫০ বিএসএফের লাশ দেখতে চাই। ইনশাআল্লাহ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন