শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ডেমোক্র্যাট পার্টির চাবিকাঠি তার হাতে, আমরা হিলারিকে জয়ী করব : ওবামা

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন হওয়ায় অনেকটা আশ্বস্ত দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট ওবামা বলেন, আজ আমি যখন এই মঞ্চ ছেড়ে যাবো আমার বিশ্বাস ডেমোক্র্যাট পার্টির চাবিকাঠি একজন ভালো মানুষের হাতে থাকবে। এটি আমার বিশ্বাস। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাট দলের জাতীয় কনভেনশনের বক্তৃতা কালে গত বুধবার এ কথা জানান তিনি। ওবামা বলেন, ১২ বছর আগে এমনই একটি দিনে এই মঞ্চে প্রথমবারের দাঁড়িয়েছিলাম আমি। তখন আমি হয়তো কিছুটা নার্ভাস ছিলাম। তবে আজ আমি নিশ্চিন্ত। তিনি আরও বলেন, সকল বাধা অতিক্রম করার জন্য হিলারির রয়েছে সত্যিকারের পরিকল্পনা। হিলারিই একমাত্র প্রার্থী যিনি আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টের জন্য একমাত্র যোগ্য। এ সময় তিনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন। এর আগে হিলারি রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে বক্তব্য রাখেন ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন। গত মঙ্গলবার হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে তাঁর দল ডেমোক্রেটিক পার্টি। এর ফলে দেশটির ২৪০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী কোনো প্রধান রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন হিলারি। বিবিসি,রয়টার্স,এপি,এএফপি ও আলজাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন