বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাসিরনগরে হাসপাতাল ছাড়লেন করোনা জয়ী তিন ব্যক্তি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ৭:৫৪ পিএম

করোনা যুদ্ধ জয় করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আশরাফ আহমেদ,ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা আলম শাহ চৌধুরী ও ইবনেসিনা ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টিভ মমিরুল ইসলাম। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় ফুলেল শুভেচ্ছা ও করতালি দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এসময় আবাসিক মেডিকেল অফিসার সাইফুল ইসলামসহ চিকিৎসক,নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান,চলতি মাসের ১ লা জুন তাদের তিন জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ১৯ দিন রেখে নিয়মিত চিকিৎসা সেবা দেয়া হয়। তবে তাদের শরীরে করোনা ভাইরাসের কোন উপর্সগ ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ি দু‘বার করোনা টেস্টের ফল নেগেটিভ আসায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। এখন তারা সম্পূর্ণ সুস্থ।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে প্রথমবারের মত ভর্তি হওয়া করোনাজয়ী তিন ব্যক্তির নিয়মিত খোজঁ খবর নিতেন এবং করোনা যুদ্ধ জয় করে সুস্থ হয়ে বাড়ি ফেরায় তারা তিনজনকে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক,নার্স ও কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন