বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনা রেড জোনে রাজশাহী মহানগর

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস সংক্রমিত হওয়ার হার বেড়ে যাওয়ায় নগরী রাজশাহী সিটি রেড জোনে ঢুকে পড়েছে। ফলে নগরীর বিভিন্ন এলাকা আলাদা আলাদাভাবে লকডাউনের কথা ভাবছে রাজশাহী স্বাস্থ্য বিভাগ।

রাজশাহী মহানগরীতে ৩৬ জনসহ ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৩১ জনের বাড়ি পাবনায়। গত মঙ্গলবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৬৭ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রাজশাহী নগরীতে থাকা ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নগরীর ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে ১৮৭টি নমুনা রিপোর্ট হয়েছে। এতে মোট ৩৭টি নমুনার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। নগরীর ছয়জন বাদে বাকি ৩১ জনের বাড়ি পাবনা। বিষয়টি পাবনার সিভিল সার্জনকে জানানো হয়েছে।
নতুন ৩৬ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪৩ জনে দাঁড়াল। আর পাবনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৬৭ জন। পাবনায় এ পর্যন্ত ৫ জন এবং রাজশাহীতে ৬ জন মারা গেছেন করোনায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন