শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নবায়নযোগ্য শক্তির বিকল্প নেই

ভার্চুয়াল সম্মেলনে সালমান এফ রহমান

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ১২:০১ এএম

টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নবায়নযোগ্য শক্তির বিকল্প নেই বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল বুধবার সকাল ১১টায় ইনস্টিটিউট অব এনার্জি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গ্রীনটেক ফাউন্ডেশন বাংলাদেশ, সোলার এনার্জি সোসাইটি এর যৌথ উদ্যোগে জাতীয় নবায়নযোগ্য শক্তি শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী সিনেট ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কভিড-১৯’র জন্য অনুষ্ঠানটি ভার্চুয়ালভাবে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আখতার উজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিজি অফিস পিএমও’র প্রধান সমন্বয়কারী জুয়েনা আজিজ, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ(স্রেডা)’র চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনসহ অন্যারা। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন