মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এ বছরই হবে এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ১২:০০ এএম

 সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা এবছরের এশিয়া কাপ। এবারের সংস্করণ আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তানের কাঁধে। কিন্তু ভারত নিরাপত্তাজনিত কারণে প্রতিবেশী দেশে গিয়ে খেলতে পারবে না জানিয়ে দেওয়ার পর বাঁধে বিপত্তি। আয়োজক হিসেবে একবার নামও উঠেছিল বাংলাদেশেরও। শেষ পর্যন্ত আরব আমিরাতে এ টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেটি নিয়েও পরে দেখা দেয় সংশয়। বিশেষকরে
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সর্বশেষ বৈঠকের পর যখন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান দাবি করেছিলেন, এশিয়া কাপ আয়োজনের সবুজ সংকেত পেয়েছেন তারা। এমনকি পিসিবি নাকি এ ব্যাপারে সম্মতও হয়েছে।
তবে গতকাল পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, এশিয়া কাপ এ বছর ঠিক সময়েই মাঠে গড়াবে। শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্ট। আইপিএল আয়োজনের সুযোগ করে দিতে এশিয়া কাপ করা হবে কি না, গতকাল করাচিতে সংবাদ সম্মেলনে এ প্রশ্নের জবাবে ওয়াসিম বলেন, ‘পাকিস্তান দল ২ সেপ্টেম্বর ইংল্যান্ড থেকে ফেরার পর আমরা সেপ্টেম্বরে কিংবা অক্টোবরে এশিয়া কাপ আয়োজন করতে পারি। সময় গড়িয়ে চলার সঙ্গে এখনও কিছু বিষয় ঠিক করতে হবে। শ্রীলঙ্কায় করোনায় আক্রান্তের সংখ্যা কম। ওরা না পারলে আরব আমিরাত প্রস্তুত।’
অর্থাৎ আইপিএল মাঠে গড়ানো না গড়ানো নিয়ে ভাবছে না পিসিবি। করোনা মহামারির মধ্যেও এশিয়া কাপ সময়মতো আয়োজন করতে চাচ্ছে তারা। এদিকে মহামারির কারণে আইপিএল ঠিক সময়মতো মাঠে গড়ায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছর হবে কি না তা নিয়েও ঘোরতর সন্দেহ আছে। অক্টোবরে মাঠে গড়ানোর কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ টুর্নামেন্ট না হলে সেই ফাঁকে কিছু ম্যাচ খেলে নিতে চায় পিসিবি, ‘ঘরের মাঠে জিম্বাবুয়েকে আতিথ্য দেওয়ার পর ডিসেম্বরে আমরা নিউজিল্যান্ডে যাব। জানুয়ারি-ফেব্রæয়ারিতে সফরে আসবে দক্ষিণ আফ্রিকা।’
নভেম্বরে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাকি পাঁচ ম্যাচের আয়োজন সেরে ফেলতে চায় পিসিবি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন