শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ময়মনসিংহে নির্মাণ সামগ্রী দিয়ে ড্রেন ও রাস্তা বন্ধের দায়ে জরিমানা

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ৯:৫৮ পিএম

ড্রেনে পাইলিংয়ের মাটি ফেলে জলাবদ্ধতা তৈরি এবং নির্মাণ সামগ্রী রাস্তায় রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব উল আহসান।

মসিকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শেখ মহাবুল হোসেন রাজীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, ওই অপরাধে সিটি কর্পোরেশন আইন ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের জেল প্রদান করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভ্রাম্যমান আদালত। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া, একই ভ্রাম্যমাণ আদালত বুধবার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অমান্য কারায় পেনাল কোড ১৮৬০ এর ২৬৯ ধারায় তিনজনকে ৫০০ টাকা করে জরিমানা করে।

ভবিষ্যতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যহত থাকবে বলে জানান মসিকের এ কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন