শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টাঙ্গাইলে নতুন করে ৫ পুলিশসহ ৩২ জন করোনায় আক্রান্ত

জেলায় মোট আক্রান্ত ৫০৮ জন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ১২:১৮ পিএম | আপডেট : ১২:২০ পিএম, ২৬ জুন, ২০২০

টাঙ্গাইলে নতুন করে ৫ পুলিশসহ ৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫০৮ জন। নতুন আক্রান্তরা হলো টাঙ্গাইল সদরে দুই পুলিশসহ ১৩ জন, মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের দুই পুলিশসহ ১০ জন, সখীপুরে ১ পুলিশ কনস্টেবল, মধুপুরে ১ জন, গোপালপুরে ১ জন, ঘাটাইলে ১ জন, নাগরপুরে ১ জন, বাসাইলে ২ জন ও দেলদুয়ারে ২ জন রয়েছে।

জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ১৭৭ জন। মারা গেছে মোট ১১ জন। নমুনা সংগ্রহের রিপোর্ট পেন্ডিং রয়েছে ৭৯৪টি। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২৯৮ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালে সর্বমোট ২১ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চারজন করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন