শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাঁদপুরে একদিনে সর্বোচ্চ ৮২জনের দেহে করোনা শনাক্ত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ৯:০১ পিএম

চাঁদপুরে একদিনে রেকর্ড সংখ্যক অর্থাৎ ৮২জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁদপুর সদরে ৩২ জন, শাহরাস্তিতে ৬জন, হাইমচরে ১২জন, মতলব উত্তরে ১০জন(মৃত ১জনসহ)কচুয়া ১জন, মতলব দক্ষিণ ৫জন, এবং ফরিদগঞ্জে ৭জন রয়েছে।

চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৫১ জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৫০জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সকালে ১৯৯টি ও সন্ধ্যায় ৮১ রিপোর্ট আসে । এর মধ্যে ৮২টি পজেটিভ। বাকিগুলো নেগেটিভ। এদিনে মোট রিপোর্ট এসেছে ২৮০টি।

জেলায় ৭৫১ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৩০১জন, মতলব দক্ষিণে ৭৯জন, শাহরাস্তিতে ৯৩জন, হাজীগঞ্জে ৭৭জন, ফরিদগঞ্জে ৭২জন, হাইমচরে ৫২জন, কচুয়ায় ৩১জন এবং মতলব উত্তরে ৪৬জন

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৫০জনের মধ্যে হাজীগঞ্জ ১৪ জন, চাঁদপুর সদরে ১৩ জন, ফরিদগঞ্জে ৬ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৪জন, শাহরাস্তিতে ৪জন, মতলব উত্তরে ৩ জন এবং মতলব দক্ষিণে ২ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন