শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মেক্সিকোয় মোটর শোভাযাত্রায় গুলি, পুলিশসহ নিহত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ৯:৩০ এএম

মেক্সিকোয় মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্য ও একজন নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় মেক্সিকো শহরের জননিরাপত্তা বিভাগের সচিব আহত হয়েছেন। শুক্রবার সকালে সন্ত্রাসীরা এ হামলা চালায়। খবর সিএনএন।

হামলার ঘটনাটি টুইট করে জানান সিটি মেয়র ক্লাউডিয়া শেইনবাম। টুইটবার্তায় শেইনবাম বলেন, শহরের জননিরাপত্তা বিভাগের সচিব ওমর গার্সিয়া হারফুচের মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গার্সিয়া এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

জালিস্কোভিত্তিক সন্ত্রাসী গ্রুপ সিজেএনজি এ হামলা চালিয়েছে বলে ধারণা করছেন সিটি মেয়র।

এ হামলায় সিজেএনজি জড়িত সন্দেহে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন মেক্সিকোর নিরাপত্তা বিভাগের সচিব আলফনসো দুরাজো।

এ ঘটনায় ১২ সন্দেহভাজনকে আটক করেছে মেক্সিকো পুলিশ। স্থানীয় সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ঘটনার সময় মোটর শোভাযাত্রা রোধ করে দুটি গাড়ি, যার একটি বড় ছিল। এ সময় বড় অস্ত্র হাতে অন্তত ১০ জন সন্ত্রাসী নিরাপত্তা সচিবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন