শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরায় ডাক্তার ও ব্যাংক কর্মকর্তাসহ আরো ৯ জন করোনা শনাক্ত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ১২:২৩ পিএম

সাতক্ষীরায় ডাক্তার ও ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ১৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
শনিবার(২৭) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্টে ৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিস।
নতুন শনাক্তকারীরা হলেন,শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:হাইকুল ইসলাম (৩৩),শ্যামনগর কৃষি ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন (৩০),কালিগঞ্জ উপজেলার মথুরেশপুরের গণপতিপুর গ্রামের মনজিলা বেগম (৩৬),একই গ্রামের ফাতেমা খাতুন (৩৮), নলতা গ্রামের জাহিদুর রহমান (৪৮),কৃঞ্চনগরের সোতা গ্রামের তাপস মন্ডল (৫৪),ভাড়াশিমলার নারায়নপুর গ্রামের সিরাজুল ইসলাম (৫৪), সাতক্ষীরা পৌরসভার পলাশপোল গ্রামের কাজী শরিফুল ইসলাম ও মুনজিতপুরের এস,কে জাহাজ্ঞীর আলম।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত হয়ে জেলায় ১ জনের মৃত্যু হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন