বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

পুরান ঢাকায় অভিযান, নকল সুরক্ষা সামগ্রী জব্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ২:৪৩ পিএম

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা ও মিটফোর্ড এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাবসহ নকল সুরক্ষা সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে র‌্যাব। এ সময় নকল সুরক্ষা সামগ্রী জব্দ করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে।

শনিবার দুপুর সাড়ে ১২ টায় ঔষধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় র‌্যাব-১০ এ অভিযান পরিচালনা করছে। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।

তিনি জানান, করোনা প্রাদুর্ভাবের সুযোগে পুরান ঢাকার আরমানিটোলা ও মিটফোর্ড এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। মান না থাকায় এসব নকল স্যানিটাইজার বা হ্যান্ড রাব কোনো ধরনের সুরক্ষা দিতে পারে না। বরং এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

তিনি জানান, অভিযান চলছে, এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন