শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরার কালিগঞ্জে গ্রেফতার দুই ফেসবুক হ্যাকারের আদালতে জবানবন্দী

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ৬:১৩ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জে দুই ফেসবুক হ্যাকার
গ্রেফতারের পর শনিবার ( ২৭ জুন) দুপুরে আদালতে ১৬৪ ধারায়
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এরা হলেন, কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের শেখ
মুনসুর আলীর ছেলে শেখ মফিজুল ইসলাম ( ৩২) ও একই উপজেলার রতনপুর ইউনিয়নের
কাটুনিয়া গ্রামের নূর মহম্মদ গাজীর ছেলে ওমর ফারুক (২৪)।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান,
দীর্ঘদিন যাবত ফেসবুক হ্যাক করে ব্যবসা চালিয়ে আসছে এমন কয়েকটি অভিযোগ
জানার পর বিষয়টি গোপনে অনুসন্ধানে নামে পুলিশ। এক পর্যায়ে নিশ্চিত হয়ে
শুক্রবার দিবাগত গভীর রাতে পৃথক অভিযানে মফিজুল ও ওমর ফারুককে গ্রেফতার
করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। তিনি আরো
জানান, অভিযানের খবর পেয়ে এই চক্রের অন্য সদস্যরা পালিয়ে পায়।
তিনি বলেন, আটককৃতদের সাতক্ষীরা আদালতে ১৬৪ ধারার জবানবন্দীতে নিজেদের
অপরাধ স্বীকার করে বিস্তারিত বর্ণনা দিয়েছে। আদালতের নির্দেশে তাদেরকে
জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন