শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্ট্রিট পার্টিতে সংঘর্ষে ২২ পুলিশ আহত

স্কটল্যান্ডে ছুরিকাঘাতে মৃত্যু ৩, হামলাকারী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের রাস্তায় এক সংগীত অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজকদের সঙ্গে সংঘর্ষে ২২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার রাতে দক্ষিণপশ্চিম লন্ডনের ব্রিক্সটনের অ্যাঞ্জেল টাউনে পুলিশ অননুমোদিত ওই অনুষ্ঠান বন্ধ করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। পুলিশ জানায়, অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক হট্টগোল ও সহিংসতার অভিযোগ পেয়ে তারা সেখানে যায়। এর আগেই ওই অনুষ্ঠানস্থলে ‘জমায়েত নিষিদ্ধ’ আদেশ জারি করে উপস্থিত লোকজনকে স্থানটি ছেড়ে যাওয়ার অনুরোধ করছিলেন পুলিশ কর্মকর্তারা। কিন্তু আয়োজকরা অনুষ্ঠান চালিয়ে যাওয়ায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়। এরপরই অনুষ্ঠানস্থলে জমায়েত লোকজন মারমুখী হয়ে ওঠে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। অপরদিকে, স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুক্রবার ছুরি নিয়ে হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্কটিশ পুলিশ ফেডারেশন জানিয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার ওই হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, পুলিশের গুলিতে ওই সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন