বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

মত প্রকাশে স্বাধীনতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করতে হবে - খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ১:৩৫ পিএম

বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক ইকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ মামলা প্রত্যাহরের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ রোববার এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করেছে। সরকারের কোন কর্মকর্তা বা এমপির দুর্নীতির বিরুদ্ধে কোন সত্য প্রকাশ করলেই ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গ ব্যবহার করা হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা বিরোধী এ আইন প্রত্যাহার করতে হবে। এ আইন প্রনয়ণের পর থেকেই সম্পাদক, সাংবাদিক ও সংবাদ কর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গ্রেফতার হযরানির ঘটনা অব্যাহত রয়েছে। মত প্রকাশের স্বাধীনতা হরণকারী এ ডিজিটাল নিরাপত্তা আইনকে সংবাদপত্রের কন্ঠরোধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বিবৃতিতে নেতৃদ্বয় ডিজিটাল নিরাপত্ত আইনে দৈনিক ইকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। একই সাথে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল নির্যাতনমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন