বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বড় জয়ের ম্যাচে জামালের লাল কার্ড

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বিপিএলের প্রথম রাউন্ড ছিল গোলের খরা। দ্বিতীয় রাউন্ডের শুরুতেই বসেছে গোলের মেলা। গতকাল শেখ জামাল ও উত্তর বারিধারা ক্লাবের ম্যাচে গোল হয়েছে মোট আটটি। তারমধ্যে শেখ জামাল দিয়েছে পাঁচটি, হজম করেছে তিনটি। ফলে দারুণ এক উপভোগ্য ম্যাচ দেখার সুযোগ পেয়েছে চট্টলার হাতেগোনা কিছু দর্শক। ৮৬ মিনিটে দু’টি হলুদ কার্ডের সুবাদে লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন শেখ জামালের মিডফিল্ডার শরীফ। প্রথম রাউন্ডের ম্যাচেও তাদের আক্রমণভাগের খেলোয়াড় লালকার্ড পেয়েছিল। এবারের বিপিএলে এ পর্যন্ত চারজন খেলোয়াড় লালকার্ড দেখল। দু’দলের মধ্যকার এই ম্যাচটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামালের মিডফিল্ডার বিদেশি রিক্রুট উপরে-নিচে নেমে খুবই ভালো খেলেছে। নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থ রাকিবকে দিয়ে একটি গোল করিয়েছে। তার সহযোদ্ধা এনামুলও বেশ জ্বলে উঠেছিলেন। তিনি একাই দু’টি গোল করেন। এছাড়াও রাকিব খান একটি গোল করেন। অপরদিকে অপেক্ষাকৃত দুর্বল দল উত্তর বারিধারা পাল্টা তিনটি গোল করে প্রতিদ্ব›িদ্বতা বজায় রেখেছিল। তবে এই ম্যাচ জিতলেও শেখ জামালের রক্ষণভাগের দুর্বলতা ফুটে উঠেছে। দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচ শেষে শেখ জামালের একটি জয় ও একটি ড্রয়ের সুবাদে চার পয়েন্ট এবং উত্তর বারিধারার একটি জয় ও একটি পরাজয় নিয়ে তিন পয়েন্ট।
ম্যাচের ১৯ মিনিটেই প্রথম গোলের দেখা পায় বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। ডান প্রান্ত থেকে ডিফেন্ডার লিংকন লব করেন। ডি-বক্সে থাকা মিডফিল্ডার এনামুল হক চমৎকার হেডে বল উত্তর বারিধারার জালে পাঠিয়ে দেন ১-০। ২৫ মিনিটে মিডফিল্ডার সেন্টুর কর্নার কিক থেকে ডি-বক্সের জটলায় বল পেয়ে যান উত্তর বারিধারার বিদেশি ফরোয়ার্ড কলিংস টিগো। কোনো ভুল না করে বল শেখ জামালের জালে পাঠিয়ে দেন ১-১। ৩ মিনিট পর শেখ জামালের বিদেশি মিডফিল্ডার ল্যান্ডিং বাম প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে ডি বক্সের বাইরে থেকে কোনাকুনি শট নেন। বারিধারার গোলকিপার রাজিবকে বোকা বানিয়ে বল জালের ঠিকানা খোঁজে নেয় ২-১। পরের মিনিটেই ল্যান্ডিংয়ের পাস থেকে বল পেয়ে জোরালো শটে উত্তর বারিধারার জালে পাঠিয়ে দেন শেখ জামালের মিডফিল্ডার রকিব সরকার ৩-১। মধ্য বিরতির পর ৫০ মিনিটের মাথায় ডি-বক্সের সামনে থেকে শেখ জামালের ফরোয়ার্ড শিহাবের গোলমুখে দূরপাল্লার শটে পরাস্ত হন বারিধারার গোলকিপার রাকিব ৪-১। ম্যাচের ৬৫ মিনিটে একক প্রচেষ্টায় ডি-বক্সে ঢুকে পড়ে চমৎকার পেসিং শটে পরাজয়ের ব্যবধান কমান বারিধারার মিডফিল্ডার সেন্টু ৪-২। ৭৫ মিনিটে গোল করে ব্যবধান আরো বাড়ান শেখ জামালের এনামুল ৫-২। তবে মিনিট চারেক পর আবারও গোলের ব্যবধান কমান বারিধারার ডিফেন্ডার মনির আলম ৫-৩।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন