বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরবনে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু ‘খান বাহিনী’র তিন সদস্য নিহত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ৪:১৬ পিএম

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু ‘খান বাহিনী’র তিন সদস্য নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) ভোর রাতে সুন্দরবনের ফিরিঙ্গি এলাকায় বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। অভিযানে অংশ নেয়া র‌্যাব-৬ এর কয়েকজন সদস্যও আহত হয়েছেন।
নিহতদের তিনজনের মধ্যে একজনের নাম ফারুক হোসেন (৩৬)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের মতিয়ার রহমানের ছেলে। নিহত অপর দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক চৌধুরী জানান, রোববার সকাল ১০ টার দিকে গুলিবিদ্ধ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তাদের মৃত্যু হয় বলে তিনি জানান।
এসময় র‌্যাবের আহত সদস্যদেরও চিকিৎসা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও র‌্যাব-৬ এর মুন্সিগঞ্জ অফিসের কোন বক্তব্য পাওযা যায়নি। তবে, র‌্যাবের পক্ষ থেকে খুলনায় প্রেস কনফারেন্স করে অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন