বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাঁদপুর মেঘনায় মাল বোঝাই ট্রলার ডুবি

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ৬:১৮ পিএম

চাঁদপুর শহর রক্ষা বাঁধের বড় স্টেশন মোলহেড এলাকায় রোববার দুপুরে মাল বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ১২জন শ্রমিক সাঁতরিয়ে উঠতে সক্ষম হলেও মালামালসহ ট্রলারটি মেঘনায় তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর পুরান বাজার থেকে মাল বোঝাই ট্রলারটি শরীয়তপুর যাওয়ার পথে মেঘনা নদী পাড়ি দেওয়ায় সময় স্রোতের কবলে ডুবে যায়। ট্রলারে প্রায় ২২লক্ষ টাকার মালামাল ছিল। এ সময় ট্রলারে থাকা ১২জন শ্রমিক সাঁতারিয়ে তীরে উঠতে সক্ষম হয়।

ট্রলার মালিক অলিউল্লাহ জানায়, পুরান বাজার থেকে প্রতিদিনের ন্যায় পাইকারি দোকান থেকে ২২লক্ষ টাকার মালামাল নিয়ে শরীয়তপুর জেলার 'চর পাতরা' খুচরা দোকানিরদের জন্য নিয়ে যাচ্ছিল।

চাঁদপুর-শরীয়তপুর নৌপথে চলাচলকারী ট্রলার মালিকরা জানান, বর্ষা মৌসুমের আগেই এবার মেঘনা নদী উত্তাল হয়ে পড়েছে। প্রচন্ড ঢেউ ও স্রোতের তোড়ে মেঘনা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন