বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিজেপি জোকারের দল : মল্লিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ১২:০১ এএম

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ‘জোকারের দল’ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শনিবার বারাসতে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “বিজেপি রাজনৈতিক দলটি হল ‘জোকারের দল’। একদমই ‘জোকার’।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নাম না করে তিনি বলেন, “প্রথম লিডার থেকে শেষ লিডার পর্যন্ত দেখবেন। ওঁদের প্রথম লিডারের চালাকি দেখেছেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছেন। শেষ লিডার দেখেছেন, তিনি বলছেন, ‘বদলও চাই, বদলাও চাই’। তাহলে বিজেপিকে কী বলবেন, একে জোকারের দল ছাড়া কিছু বলা যায়? বাংলায় বসে বলা যায় যে ‘বদলা নেব’? বাংলার মানুষকে এত বোকা ভাবছেন ওঁরা?” তিনি বলেন, “এই বাংলা বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণের বাংলা, সারদা মায়ের বাংলা। এই বাংলায় বদলা হয় না। ওরা যত বদলার কথা বলবে তত আমরা উন্নয়ন করে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত ৯ বছরের সময়কালে ব্যাপক উন্নয়ন করেছেন।” জ্যোতিপ্রিয় বাবু বলেন, “আমাদের দলে শাসন হয়। শাসন করি আমরা। আমাদের কর্মীদের বকি। অন্য রাজনৈতিকদলের ক্ষমতা আছে? অন্য রাজনৈতিক দলের দুর্নীতি বিশেষ করে বিজেপি’র দুর্নীতি কোন পর্যায়ে আছে দেখুন না।” পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন