বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

নিয়ন্ত্রণ রেখায় সেনা সমাবেশ পাকিস্তানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ১২:০১ এএম

গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘাতের পর উত্তেজনা ছড়িয়ে পড়ছে কাশ্মীরে। গালওয়ানের লাদাখে ২৩ ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনায় ভারত কোনো প্রতিশোধ নিতে না পারায় কাশ্মীরে সেই ক্ষোভ ছাড়তে পারে বলে শঙ্কা পাকিস্তানের। এর মধ্যেই নিয়ন্ত্রণরেখায় সেনা সমাবেশ করছে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা রোববার এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, পাকিস্তান কোনো অভিযানে নামলে উপযুক্ত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছে ভারতীয় সেনা। ভারতের ১৫ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পি রাজু বলেছেন, ‘লাদাখ পরিস্থিতির কোনো প্রভাব এখনও কাশ্মীরে পড়েনি। ১৪ নম্বর কোর সেখানকার পরিস্থিতি সামলাচ্ছে। অতিরিক্ত বাহিনী কাশ্মীর হয়ে লাদাখ গেছে। কারণ সেটাই লাদাখ যাওয়ার স্বাভাবিক পথ। তবে পাকিস্তানও সেনা সমাবেশ করছে।’ তিনি বলেন, ‘পাকিস্তান সম্প্রতি জানিয়েছিল তারা ভারতের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা করছে। হয়তো তারা নিজেদের সুরক্ষার জন্যই সেনা সমাবেশ করেছে। তবে আমরাও সতর্ক আছি।’ জম্মু-কাশ্মীরে সংযুক্ত কমান্ডের বৈঠকে সেনার পক্ষ থেকে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি এলাকায় দ্রুত বাঙ্কার তৈরির ওপরে জোর দেয়া হয়েছে বলে জানিয়েছেন ১৫ নম্বর কোরের কমান্ডার। এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গেল এক সপ্তাহে অন্তত ১০ জনের প্রাণহানী ঘটেছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘাতের আশঙ্কায় বড়সড় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। এবিপি, জি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (11)
Ariful Islam ২৯ জুন, ২০২০, ১:৫৪ এএম says : 0
আমার দেশকে আমি ভালোবাসি। তাই বলতে চাই আমাদের দেশের সার্থে চিনের সাথে থাকতে হবে। ভারত আমাদের কেমন বন্ধু তা আমরা সবাই জানি।
Total Reply(0)
Abdur Rubel ২৯ জুন, ২০২০, ১:৫৫ এএম says : 0
এগিয়ে যাও চীন পাকিস্তান নেপাল আমরা আপনাদেরকে সমর্থক করি। মুদির ক্ষমতার দম্ভ অহংকার ভেঙে দেওয়া উচিত। দোয়া করি সারা বিশ্বে মুসলমানের জয় হবে ইনশাআল্লাহ দুদিন আগে না হয় দুদিন পরে
Total Reply(0)
Jahidul Islam ২৯ জুন, ২০২০, ১:৫৬ এএম says : 0
আহারে বেচারা ইন্ডিয়া তোমাদের জন্য অনেক কষ্ট হয় ইন্ডিয়ানরা এতো সভ্য একটা জাতি যে তাদের চার পাশে সুত্র আর সুত্র ,কেমনে সামাল দিবেরে ভাই যদি চিনার সাথে যুদ্ধ বেধে জায় এক দিকে পাকিস্তান আরেক দিকে চিন আরেক দিকে নেপাল এখন তো বাংলাদেশের সাথেও সম্পর্ক জায় জায় অবস্থা কারন সারথ নিয়ে কারো সাথে বন্ধুত হয় না রে ভাই বাংলাদশের সরকার বন্ধুত ধরে রাখতে চাইলেও বাংলাদেশের ৯০℅ জনগন ভারতের বিরুদ্ধে কথা বলে কারন নিজের দেশের প্রতি সবার ভালোবাসা থাকে
Total Reply(0)
Khorshed Pathan ২৯ জুন, ২০২০, ১:৫৮ এএম says : 0
বাংলাদেশের সীমান্তে কত নিরীহ বাংগালী কে ইন্ডিয়ান বি এস এফ হত্যা করেছে। বাংলাদেশের সাথে খুব দাদাগীরি করেছেন। এখন পারলে চিনের সাথে দাদাগীরি দেখান। দেখবো কব্জিতে কত জোর আছে। শক্তের ভক্ত নরমের জম। নেপালের মতো ছোট একটি দেশ ভারত কে পাত্তাই দিলোনা। ইছেচ করলে বাংলাদেশের বিজিবি দাপট খাটাতে পারে। বাংলাদেশ বিজিবি ঘুরে দাঁড়ালে ইন্ডিয়ান বি এস এফ লেজ গুটিয়ে পালায়।
Total Reply(0)
Khorshed Pathan ২৯ জুন, ২০২০, ১:৫৮ এএম says : 0
বাংলাদেশের সীমান্তে কত নিরীহ বাংগালী কে ইন্ডিয়ান বি এস এফ হত্যা করেছে। বাংলাদেশের সাথে খুব দাদাগীরি করেছেন। এখন পারলে চিনের সাথে দাদাগীরি দেখান। দেখবো কব্জিতে কত জোর আছে। শক্তের ভক্ত নরমের জম। নেপালের মতো ছোট একটি দেশ ভারত কে পাত্তাই দিলোনা। ইছেচ করলে বাংলাদেশের বিজিবি দাপট খাটাতে পারে। বাংলাদেশ বিজিবি ঘুরে দাঁড়ালে ইন্ডিয়ান বি এস এফ লেজ গুটিয়ে পালায়।
Total Reply(0)
Khorshed Pathan ২৯ জুন, ২০২০, ১:৫৮ এএম says : 1
বাংলাদেশের সীমান্তে কত নিরীহ বাংগালী কে ইন্ডিয়ান বি এস এফ হত্যা করেছে। বাংলাদেশের সাথে খুব দাদাগীরি করেছেন। এখন পারলে চিনের সাথে দাদাগীরি দেখান। দেখবো কব্জিতে কত জোর আছে। শক্তের ভক্ত নরমের জম। নেপালের মতো ছোট একটি দেশ ভারত কে পাত্তাই দিলোনা। ইছেচ করলে বাংলাদেশের বিজিবি দাপট খাটাতে পারে। বাংলাদেশ বিজিবি ঘুরে দাঁড়ালে ইন্ডিয়ান বি এস এফ লেজ গুটিয়ে পালায়।
Total Reply(0)
Jamil Ansari ২৯ জুন, ২০২০, ১:৫৮ এএম says : 0
চীন অতিদ্রুত যুদ্ধ শুরু করা উচিত ।আমরা চাই ভারত দ্রুত ভাগ হয়ে যাক । আমি চাই কলকাতা, আসাম । আপনারা কে কি চান দ্রুত বলেন সময় নাই
Total Reply(0)
Jamil Ansari ২৯ জুন, ২০২০, ১:৫৮ এএম says : 0
চীন অতিদ্রুত যুদ্ধ শুরু করা উচিত ।আমরা চাই ভারত দ্রুত ভাগ হয়ে যাক । আমি চাই কলকাতা, আসাম । আপনারা কে কি চান দ্রুত বলেন সময় নাই
Total Reply(0)
এফ. আই. ফাহাদ ২৯ জুন, ২০২০, ১:৫৯ এএম says : 0
প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করে কোনো দেশই উন্নত হতে পারে না। ভারতের মুদি সরকার কুটনৈতিক ভাবে খুবই দূর্বল। এটা ভারতের কাঠামোগত দূর্বলতা ছাড়া কিছুই নয়।
Total Reply(0)
এফ. আই. ফাহাদ ২৯ জুন, ২০২০, ১:৫৯ এএম says : 0
প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করে কোনো দেশই উন্নত হতে পারে না। ভারতের মুদি সরকার কুটনৈতিক ভাবে খুবই দূর্বল। এটা ভারতের কাঠামোগত দূর্বলতা ছাড়া কিছুই নয়।
Total Reply(0)
এফ. আই. ফাহাদ ২৯ জুন, ২০২০, ১:৫৯ এএম says : 0
প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করে কোনো দেশই উন্নত হতে পারে না। ভারতের মুদি সরকার কুটনৈতিক ভাবে খুবই দূর্বল। এটা ভারতের কাঠামোগত দূর্বলতা ছাড়া কিছুই নয়।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন