শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় করোনায় নতুন শনাক্ত ৩৭

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্ট | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ২:৪৮ পিএম

কুষ্টিয়ায় নতুন করে আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৭৮ জনে। মারা গেছেন ৭ জন।

রবিবার (২৮ জুন) রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ মোট ২৮২ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৯৭, মেহেরপুর ৭, নড়াইল ৭৮) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১৯ জন, কুমারখালী উপজেলায় ১০ জন, ভেড়ামারা উপজেলার ৪ জন ও দৌলতপুর উপজেলায় ৪ জন মোট ৩৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

নড়াইল জেলায় ১২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া নড়াইল জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

সিভিল সার্জন জানান, কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৯ জনের ঠিকানা এ-৫১ হাউজিং ২ জন, ঈদগাপাড়া ১ জন, চৌড়হাস ২ জন, স্টেডিয়াম পাড়া ২ জন, কাস্টমস মোড় ২ জন, ফায়ার সার্ভিস ১ জন, আড়ুয়াপাড়া ২ জন, কোর্টপাড়া ২ জন, হরিশংকরপুর ১ জন, মোল্লাতেঘরিয়া ১ জন, কালিশংকরপুর ১ জন, ডি ব্লক, হাউজিং ১ জন, বারোখাদা ১ জন।

ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা ফকিরাবাদ ১ জন, কাছিয়ামোড়া ১ জন, ১৬ দাগ ২ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ১০ জনের ঠিকানা মহেন্দ্রপুর ১ জন, কুণ্ডপাড়া ১ জন, কালোয়া ২ জন, দেশোয়ারীপাড়া ১ জন, হাউজিং এ ব্লক ১ জন, চর আমলাপাড়া ৪ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা তারাগুনিয়া ১ জন, ভাঙ্গাপাড়া ১ জন, মহেসকুণ্ডি ২ জন।।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন