শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দুই মাস বাইশ দিন পর ভারত থেকে ফিরলেন সাতক্ষীরার ৯ পাসপোর্ট যাত্রী

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ৩:৪৮ পিএম

করোনায় দীর্ঘ দুই মাস বাইশ দিন বন্ধের পর ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী আসা শুরু হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত ভারতে অবস্থান করা ৮ জন সাতক্ষীরার নাগরিক ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল শেষ পাসপোর্টধারি যাত্রীরা দেশে আসার সুযোগ পেয়েছিলেন। ৭ এপ্রিল থেকে বিজিবি’র আপত্তির কারনে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাসপোর্ট যাত্রী আসা বন্ধ হয়ে যায়।
ভোমরা বন্দরের ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ সরকার বলেন, ভারত থেকে ২ মাস ২২ দিন পর পাসপোর্টধারী যাত্রীরা ফিরতে শুরু করেছেন। এদের সকলের বাড়ি সাতক্ষীরার বিভিন্ন এলাকায়। ভারতের স্বাস্থ্য সনদ দেয়ার পর তাদের গ্রহণ করা হয়েছে। ভারত ফেরত কারো শরীরে যদি কোনো উপসর্গ থাকে চিকিৎসকের মাধ্যমে তাদের হোম করেন্টাইন নিশ্চিত করা হবে তিনি জানান।
এদিকে, গত ১৩ মার্চ থেকে ভারত সরকার সেদেশে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারী করে। যা এখনো বহাল রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন