শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজারের আইনজীবী আবু সিদ্দিক ওসমানীকে ইউখিয়া আইসোলেশন সেন্টারে ভর্তি

কক্সবাজার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ৭:১৪ পিএম

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী ও সাংবাদিক মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর অক্সিজেন মাত্রা কমে যাচ্ছে। তাই তাকে দ্রুত উখিয়া সারি আইসোলেন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকালে পৌনে ৫টায় ক্ষুদে বার্তায় এ সংবাদটি তিনি নিজেই জানিয়েছেন।

বার্তায় শুধু লিখেছেন- ‘দোয়া, দোয়া, দোয়া । উখিয়া সারি আইসোলেন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি।’ এরপর যোগাযোগ করেও আর বিস্তারিত পাওয়া যায় নি।

তবে, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর চাচতো ভাই ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অক্সিজেন মাত্রা ৯০-তে নেমে এসেছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আগেভাগে আইসোলেশনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী।

গত মঙ্গলবার (২৩ জুন) এডেভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ও তার স্ত্রী তসলিমা আক্তারসহ পরিবারের ৮ সদস্যের করোনা শনাক্ত হন।

বড় মেয়ে তানজিম ওসমানী ও একমাত্র বোন ‍দিলরুবা ওসমানী উখিয়া ‘সারি আইসোলেশন’ সেন্টারে চিকিৎসাধীন।

ভগ্নিপতি জেলা পরিষদের হিসাব রক্ষক আবদুল মান্নান করোনা আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

আক্রান্ত মা উম্মে হাবিবা স্ট্রোক করার পর জেলা সদর হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এর আগে মহিলা মেডিসিন ওয়ার্ডের (৪ তলা) ২০ নম্বর সীটে ভর্তি ছিলেন।

এডেভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর পিতার নাম মাহমুদুল হক ওসমানী শহরতলীর ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এবিসি ঘোনার (চেয়ারম্যান বাড়ি) বাসিন্দা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন