শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ৮:০৫ পিএম

ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতাপ চন্দ্র কর (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় পাট ব্যবসায়ী ছিলেন এবং মুক্তাগাছা উপজেলা সদরের চৌরঙ্গী মোড়ের বাসিন্দা।

সোমবার সকালে নগরীর এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছন।

সিভিল সার্জন এ বি এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাত সাড়ে ১২টায় করোনা পজিটিভ অবস্থায় এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। ভর্তির মাত্র ৭ ঘণ্টা পর সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।

এ নিয়ে ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ২১ জন মৃত্যুবরণ করলেন বলে জানান সিভিল সার্জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন