শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিয়ানমারের ছাড়পত্রে উদ্বেগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ১২:০১ এএম

রাখাইন এবং চিন রাজ্যে মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানের ছাড়পত্রের প্রতিবেদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটিতে নিযুক্ত অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলো। শনিবার ওই চার দেশের মিশন থেকে দেয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা এ ধরনের অভিযানগুলোর ঐতিহাসিক প্রভাব সম্পর্কে অবগত, যা সামঞ্জস্যহীনভাবে বেসামরিক মানুষের জীবনকে প্রভাবিত করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ওইসব অঞ্চলে প্রবেশের অনুমতি দেয়া উচিত এবং বেসামরিকদের জীবন ও তাদের সম্পত্তির সুরক্ষার বিষয়ে সব পক্ষকেই গুরুত্ব দিতে হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে আরও বলা হয়, বেসামরিক মানুষের সম্পত্তি পোড়ানো, গোলাগুলি এবং গ্রামবাসীদের গ্রেফতার করার বিষয়ে আমরা অবগত। আমরা অনতিবিলম্বে সকল সশস্ত্র গোষ্ঠীকে স্থানীয় সম্প্রদায়ের প্রতি সংযম প্রদর্শনের আহবান জানাই। ইউএনবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন