বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সিএমইউজে নেতাদের ক্ষোভ নিন্দা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ১২:০০ এএম

দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়েরের ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-সিএমইউজে নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

গতকাল সোমবার এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল আইন সংবাদপত্রের কন্ঠরোধের বড় হাতিয়ার। এই আইনে মামলা দিয়ে অকুতোভয় দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন ও জনপ্রিয় দৈনিক ইনকিলাবের কন্ঠরোধ করা যাবে না। তারা অবিলম্বে এই মিথ্যা বানোয়াট ও সাজানো মামলা প্রত্যাহার এবং একই সাথে এই কালো আইন বাতিলের দাবি জানান।

সিএমইউজে সভাপতি শামসুল হক হায়দরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ্নওয়াজ, বিএফইউজে সহ-সভাপতি শামসুদ্দীন হারুন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহিদুল করিম কচি ও সাবেক সহ-সভাপতি ইস্কান্দর আলী চৌধুরী বিবৃতিতে সাক্ষর করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন