বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ডিজিটাল নিরাপত্তা আইন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে খেলাফতে ইসলামী বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ২:৫৫ পিএম

দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দিন ও সংশ্লিষ্ট রিপোর্টারের বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফতে ইসলামী বাংলাদেশ এর মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ইনকিলাব ইসলাম এবং গণমানুষের আস্থা ও ভালবাসার প্রতীক। তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই পত্রিকাটির মূল ভিত্তি। সম্প্রতি পত্রিকাটিতে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে একটি চক্র বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে ইনকিলাবের বিরুদ্ধে মামলা দায়ের করে পত্রিকাটির কন্ঠরোধের পাঁয়তারা করছে।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিতর্কিত এই আইন বাতিল করে গণমাধ্যমের স্বকীয়তা ও সংবাদকর্মীদের স্বার্থ ঠিক রেখে নতুন আইন করতে হবে। অন্যথায় দেশে দুর্নীতির সয়লাব বন্ধ হবে না। বরং যেসব গণমাধ্যম দুর্নীতি বিরোধী সংবাদ পরিবেশন করবে তারাই দুর্নীতিবাজদের আইনের মারপ্যাচে হয়রানির শিকার হবে। বিবৃতিতে মাওলানা ফজলুর রহমান অবিলম্বে ইনকিলাবের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন