শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

তিন বছরে সর্বনিম্ন চা উৎপাদন শ্রীলংকায়

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক ঃ বিশ্বের চতুর্থ শীর্ষ চা উৎপাদনকারী দেশ শ্রীলংকা। এল নিনোর কারণে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তনের ফলে দেশটিতে খরা, বৃষ্টি এবং ঝড়ের আগমন বেশি বেশি হচ্ছে, যা চা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। ২০১৫ সালে শ্রীলংকায় পণ্যটির উৎপাদন কমে তিন বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। খবর ডেইলি নিউজ।
শ্রীলংকা টি বোর্ডের তথ্য মতে, ২০১৫ সালে দেশটিতে ৩২ কোটি ৮৯ লাখ ৬০ হাজার কেজি চা উৎপাদন হয়েছে। এর পরিমাণ ২০১৪ সালে ছিল ৩৩ কোটি ৮০ লাখ ৩০ হাজার কেজি। অর্থাৎ ২০১৪ সালের চেয়ে গতবছর শ্রীলংকায় ৯০ লাখ কেজি কম চা উৎপাদন হয়েছে। দেশটিতে ২০১৩ সালে ৩৪ লাখ কেজি চা উৎপাদন হয়েছিল, যা রেকর্ড। এশিয়া সিয়াকা কমোডিটিজের ব্যবসায়ী বলেন, চা উৎপাদন হ্রাসের পাশাপাশি দামও রয়েছে নিম্নমুখী। ফলে দক্ষিণ শ্রীলংকার ক্ষুদ্র চা চাষিরা দীর্ঘায়িত মন্দার কবলে পড়েছেন। শ্রীলংকার দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়ে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন