বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শ্যামনগরে এসিল্যান্ড, উপজেলা চেয়ারম্যানসহ ১২ ইউপি চেয়ারম্যান হোম কোয়ারেন্টিনে

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৫:৩৩ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল হাই সিদ্দিকি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন সহ ইউনিয়ন পরিষদের ১২ জন চেয়ারম্যান হোম কোয়ারান্টিনে আছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আগামী ৭ দিনের জন্য সবাইকে স্বাস্থ্য বিধি মেনে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা জানান, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ জি, এম শোকর আলীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
তার সাথে একত্রে মিটিং করার কারনে সবাইকে সতর্কতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারী সত্যতা নিশ্চিত করে বলেন, ওই সভায় উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিনে অবস্থান করে অতি প্রয়োজনীয় কাজ করার জন্য বলা হয়েছে।
আজ থেকে সাতদিন পর্যবেক্ষণে থাকার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন