মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নৌ-রুটকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করুন-পীর সাহেব চরমোনাইর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৭:২৪ পিএম

বুড়িগঙ্গা নদীতে নৌ দুর্ঘটনায় অনেক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই আজ এক বিবৃতিতে বলেছেন, এটি নিছক দুর্ঘটনা নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের ব্যর্থতার ফসল। প্রতিবার দুর্ঘটনার পরেই একটি তথাকথিত তদন্ত কমিটি করা হয়, যার অস্তিত্ব পরে আর খুঁজে পাওয়া যায় না। তাই এবারও দুর্ঘটনার যথাযথ কারণ উদঘাটিত হয়ে প্রকৃত দোষীদের শাস্তি হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে।
তিনি নৌ-রুটকে সকল প্রকার দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
পীর সাহেব চরমোনাই দুর্ঘটনায় নিহত সকলের রূহের মাগফিরাত কামনা এবং ক্ষতিগ্রস্ত পরিবার পরিজনকে ধৈর্যধারণের জন্য আল্লাহর সাহায্য কামনা করেন। তিনি হতাহতদের স্বজনদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন