শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গর্ভপাত সীমিতকরণ আইন বাতিল মার্কিন সুপ্রিম কোর্টে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ১২:০১ এএম

লুজিয়ানা অঙ্গরাজ্যে গর্ভপাত সীমিতকরণ বিষয়ক একটি আইন ‘অসাংবিধানিক’ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক এক রায়ে আদালতের বিচারপতিরা বলেছেন, এই আইন অনুসারে, গর্ভপাত সরবরাহকারী চিকিৎসকদের স্থানীয় হাসপাতালে রোগী ভর্তি করার অনুমোদন থাকা আবশ্যক করা হয়েছে। কিন্তু এই আইন, নারীদের উপর অহেতুক বোঝা সৃষ্টি করে। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস আইনটি বাতিলের রায়ে লিবারেলদের সঙ্গে যোগ দিয়েছেন। ৫-৪ ভোটে আইনটি বাতিল করেছেন বিচারপতিরা। রায়টির সমালোচনা করেছে হোয়াইট হাউজ। এক বিবৃতিতে হোয়াইত হাউজ জানায়, এই রায়ে মা ও অনাগত শিশুর জীবনের অবম‚ল্যায়ন করা হয়েছে। লুজিয়ানার আইনটি অনুসারে, গর্ভপাত করাতে সক্ষম চিকিৎসকদের অবশ্যই তাদের সেবাদানের জায়গা থেকে ৩০ মাইলের মধ্যে অবস্থিত কোনো হাসপাতালে রোগী ভর্তি করার অনুমোদন থাকতে হবে। তবে সমালোচকদের ভাষ্য, বিতর্কিত এই আইনের কারণে নারীদের গর্ভপাতের অধিকারক্ষুণ্ণ হবে। রাজ্যের দাবি ছিল, আইনটি নারীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে পাস করা হয়েছে। বিবিসি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন