বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সান্ত্বনার ভাষা পাচ্ছেন না সাকিব

ঘাটের কাছে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ১২:০০ এএম

গত দু’দিন ধরে ভয়ংকর এক দুর্ঘটনা থমকে দিয়েছে দেশকে। সোমবার সকালে সদরঘাটের কাছে ফরাশগঞ্জ ঘাট এলাকায় আরেক লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী মর্নিং বার্ড নামের এক লঞ্চ ডুবে যায়। এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই বিপর্যয় আর অনাহ‚ত মৃত্যুতে হতবাক সাকিব আল হাসান। ঘটনার রাতেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাকিব।
করোনাভাইরাসের প্রকোপে বিশ্বে মৃত্যুর মিছিল লেগেছে। বাংলাদেশেও দিন দিন সংক্রমণের সংখ্যা বাড়ছে। এমন এক ক্রান্তিকালে এমন দুর্ঘটনা ভাবাচ্ছে সাকিবকে। এমন ঘটনায় নিজেকে কোনোভাবেই সান্ত¡না দিতে পারছেন না সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার, ‘প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আজ আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানী এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিঁখোজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোনো ভাবেই নিজেকে সান্ত¡না দিতে পারছি না।’
এই দুর্ঘটনা চাইলেই এড়ানো যেত। দুর্ঘটনার ভিডিও দেখে একে হত্যাকাÐের সঙ্গে তুলনা করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। যেখানে করোনা ভাইরাসের মতো এক অণুজীবের সঙ্গে লড়াইয়ে সর্বস্ব দিয়ে চেষ্টা করেও জীবন বাঁচানো যাচ্ছে না, সেখানে এমন অনাহ‚ত মৃত্যুর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না সাকিব, ‘পুরো পৃথিবীর এই ভয়ংকার ক্রান্তিকালে এমন দ‚র্ঘটনার কোন সান্ত¡না বা ব্যাখ্যা আমার জানা নেই। ভবিষ্যতে এমন অনাকাঙ্খিত দূর্ঘটনা আর একটি যেন না হয় এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনাসহ সব সকল দূর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ। গন্তব্য থেকে মাত্র ৩০ সেকেন্ড দূরের থেকেও, সারাজীবনের জন্য পরপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন