শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দোকানপাট খোলা সকাল ১০টা থেকে রাত ৭টা

আজ থেকে কার্যকর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাস সংক্রমণ রোধে আজ ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩ আগস্ট পর্যন্ত গণপরিবহন চালু থাকবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর গণমাধ্যমকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, যেভাবে সীমিত পরিসরে কর্মকাÐ চলছে সেভাবেই আগামী ৩ অগাস্ট পর্যন্ত চলবে। মানুষকে সচেতন করতে স্বাস্থ্য সেবা বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় প্রচার-প্রচারণা চালাবে। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এখনকারকার মতো স্বাস্থ্যবিধি মেনে ৩ আগস্ট পর্যন্ত গণপরিবহন চালু থাকবে।
গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস, গণপরিবহণ, মার্কেটসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণও বেড়েছে। তাই আপাতত সীমিত পরিসরের কার্যক্রমেই সীমাবদ্ধ থাকতে চাচ্ছে সরকার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন