শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

২০ কোটি টাকা খাবারের বিল মিথ্যা, দাবি ঢামেক পরিচালকের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ১২:৪২ পিএম

করোনায় আক্রান্ত রোগীদের সেবাদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা যে সংবাদ প্রকাশ হয়েছে তা মিথ্যা বলে দাবি করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

বুধবার (১ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খাবারের বিল নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ প্রকাশ হয়েছে। এতে কোনো সন্দেহ নাই এটা মিথ্যা প্রচার। তা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট। এখানে খাবারের জন্য ওই টাকাটা খরচ হচ্ছে না। হোটেল ভাড়ায় বেশি টাকা যাচ্ছে। খাবার ৫০০ টাকা করে প্রতিজনের জন্য। আমরা মন্ত্রণালয় থেকে যে অনুমোদন নিয়েছি, সেখানেও বিষয়টি বলা আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Saifur Rahaman ৭ জুলাই, ২০২০, ১০:২৫ এএম says : 0
Good
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন