বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ২:৩৩ পিএম

রাজবাড়ীর পদ্মার পানি বৃদ্ধি পেয়ে গোয়ালন্দের দৌলতদিয়া গেজ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলার তিনটি পয়েন্টের মধ্যে গোয়ালন্দের দৌলতদিয়া গেজ পয়েন্ট গত ২৪ ঘন্টায় ৩০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে এই পয়েন্টে বিপদসীমার ৮.৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জুলাই, বুধবার বেলা ১০টায় পানি বিপদসীমির ওপর দিয়ে প্রবাহিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান করণী ইউসুফ উদ্দিন খান। তিনি আরো বলেন, গত মঙ্গলবার থেকে ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

এদিকে পানি বৃদ্ধির সাথে সাথেই গোয়ালন্দের দুটি ইউনিয়নে দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙন আতংকে রয়েছে প্রায় ৩ হাজার পরিবার।

রাজবাড়ীতে পদ্মার পানি পরিমাপের জন্য তিনটি পয়েন্ট রয়েছে। এগুলো হলো সদরের মহেন্দ্রপুর, পাংশার হাবাসপুর ও গোয়ালন্দের দৌলতদিয়া গেজ পয়েন্ট। এরমধ্যে সদরের মহেন্দ্রপুর ও পাংশার হাবাসপুর পয়েন্টে পানি বিপদসীমির নিচে অবস্থান করছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন