শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

স্বর্নের দোকানের এসিড মিশ্রিত পানি পানে শিশুর মৃত্যু!

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ১০:০৩ পিএম

বুধবার দিনাজপুর জেলার নবাবগন্জ উপজেলার বিনোদ নগর ইউনিয়ানের নন্দনপুর গ্রামের শাহাজুল ইসলামের স্ত্রী মোর্শেদা বেগম নিজের শখ পুরনের জন্য স্বর্নের গহনা কেনার জন্য নবাব গন্জ উপজেলা সদরের রামপুর গ্রামের সবুজার রহমানের ছেলে সাইফুল ইসলাম(৪০) জুয়েলার্স এর দোকানে সোনার গহনা কিনতে আসে। মায়ের সাথে আসে ৫ বছরের শিশু কন্যা মোনতাহুল জান্নাত মা ব্যাস্ত গহনা দেখা নিয়ে । মেয়ের ক্ষুধা লাগে মা খেতে দেয় বিস্কুট। পানির বদলে জুয়েলারীর দোকানের জনৈক কমচারী ভুল বসত সোনা পরিস্কার করা বোতলে রাখা এসিড মিশ্রিত পানি শিশুটিকে খেতে দেয়।এসিড এর পানি পান করা মাত্র সংগে সংগে শিশুটি অঞ্জান হয়ে পড়ে, নবাব গন্জ স্বাস্থ্য কমপ্লেক্সএ নেবার পথে শিশুটি মারা যায়। মোর্শেদা বেগম শখের গহনা কিনতে এস গহনার বদলে একমাত্র কন্যা সন্তানটি লাশ হয়ে ঘরে ফিরলো।এই মমন্তিক ঘটনায় পরিারটিতে নেমে এসেছে শোকের মাতন।নবাব গন্জ থানার ওসি আশোক কুমার চৌহান জানান, শিশুটির মৃত্যুর ঘটনাটি থানায় জানানোর পর দ্রুত সমায়ে জুয়েলারির মালিক সাইফুল কে পুলিশ আটক করা করে। র্শিশুটির পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন